ফটিকছড়িতে মো’ট’রসা’ই’কে’ল আরো’হীর মৃ’ত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে টমটমের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাইদুল আনোয়ার বাবু নামে এক যুবক নি-হ-ত হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বারৈয়ারহাট সৈয়দ-সৈয়দা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দু-র্ঘ-ট-না ঘটে। নি-হ-ত সাইদুল আনোয়ার বাবু উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ৪ নম্বর ওয়ার্ডের দাঈম চৌধুরী বাড়ির প্রবাসী মোহাম্মদ ইদ্রিসের ছেলে।

জানা যায়, ফটিকছড়ি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বিপরীত দিক থেকে একটি টমটম মোটরসাইকেলটিকে ধা-ক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী বাবু ঘটনাস্থলেই মা-রা যান। সঙ্গে থাকা অপরজন যুবক আ-হ-ত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email