জয়পুরহাটের পাঁচবিবিতে শ’হী’দ আলাউদ্দিন মিউনিসিপ্যাল স্কুলে নবান্ন উৎসব অনুষ্ঠিত

কৃষকের মাঠের নতুন ধান কেটে নতুন ধরনের পিঠা পায়েস পুলি সহ গ্রাম বাংলার নানান রকমের ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ আলাউদ্দিন মিউনিসিপ্যাল স্কুলে উৎসব মুখর পরিবেশে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

পাঁচবিবি উপজেলা পরিষদ সড়কে অবস্থিত ও পৌরসভা কর্তৃক পরিচালিত ঐতিহ্যবাহী এ স্কুলে আজ শনিবার সকাল ১০টায় প্রতিষ্ঠান প্রাঙ্গনে।

প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিক ভাবে নবান্ন উৎসবের শুভ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।

পরে স্কুলের অধ্যক্ষ ও সাবেক কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, পৌর সভার হিসাব রক্ষক আমিনুর রহমান, সেনেটারি কর্মকর্তা রশিদুল ইসলাম ময়নুল।

ক্রিড়া সংস্থার অন্যতম সদস্য মোঃ মোজাফফর হোসেন সাজা, বিশিষ্ট কাপড় ব্যবসায়ী সোহাগ হোসেন ও উপাধ্যক্ষ নাসরিন সুলতানা প্লাভী প্রমুখ।

এ নবান্ন উৎসবে প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

শেষে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নিত্য পরিবেশন করেন স্কুলের শিক্ষার্থীরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email