হাটহাজারীতে দৃষ্টিনন্দন ডালিয়া নুসরাত জামে মসজিদ’র উদ্বোধন

পবিত্র জুমার নামাজের মধ‍্যে দিয়ে হাটহাজারী পৌরসভার মিরেরখীল গ্রামে দৃষ্টিনন্দন নব নির্মিত “ডালিয়া নুসরাত জামে মসজিদ” এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সরকারের সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী, সাবেক রাষ্ট্রদূত, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ নাছির উদ্দিন এ মসজিদের শুভ উদ্ভোধন করেন।

উদ্বোধনকালে তিনি বলেন, আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল এই এলাকায় একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করার। আজ আল্লাহর রহমতে আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আপনারা সকলে আমার পরিবারের জন্য দোয়া করবেন।

উদ্বোধনী দিনে এ মসজিদে প্রায় চার হাজারের অধিক মুসল্লী জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন “বায়তুল হক জামে মসজিদ” এর খতিব মাওলানা গিয়াস উদ্দিন।

এসময় জাতীয়বাদীদল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) এর ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ বিএনপির বিভিন্ন নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

জানা যায়, পাঁচ কোটির অধিক টাকা ব্যয়ে নির্মিত এ মসজিদে প্রায় সাড়ে তিন হাজারের অধিক মুসল্লীর একসাথে নামাজ আদায় করার সুব্যবস্থা রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email