পাঁচবিবিতে দুঃস্থ মহিলাদের গা’ভী বিতরণ

জয়পুরহাটের পাঁচবিবিতে সোনাপুর গ্রাম উন্নয়ন মহিলা সংস্থার উদ্যোগে অসহায় দু:স্থ মহিলাদের মাঝে গাভী (বকনা গরু) বিতরণ করা হয়েছে। ১৪ নভেম্বর বৃহস্পতিবার ২ টায় সোনাপুর গ্রাম উন্নয়ন মহিলা সংস্থার আয়োজনে ও বাংলাদেশ এনজিও ব্যুরোর সহযোগিতায় সংস্থার কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় সভাপতি করেন সংস্থার সভাপতি মোছা. রুপছানা বেগম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক ওবাইদুর রহমান।

সংস্থার হিসাব রক্ষক হরিলাল সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো রাখেন গ্রাম উন্নয়ন মহিলা সংস্থার পরিচালক গোলাম মোস্তফা, হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আলতাফ হোসেন, সোনাপুুর দাখিল মাদ্রাসার সুপার দাহিরুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল লতিফ, মো. রফিকুল ইসলাম, সাংবাদিক দুলাল অধিকারী প্রমুখ।

শেষে উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় দু:স্থ মহিলাদের মাঝে গাভী (বকনা গরু) বিতরণ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email