চ’মে’ক হা’স’পা’তা’লে যুক্ত হল আধুনিক এ’ক্স’রে মে’শি’ন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নতুন আরেকটি আধুনিক এক্স-রে মেশিন যুক্ত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার নতুন এ মেশিন হাসপাতালে এসে পৌঁছেছে। এ নিয়ে হাসপাতালটিতে রোগ নির্ণয়ের এক্স-রে মেশিনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২টিতে। নতুন মেশিন সংযোজনের বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন।

জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ওষুধাগার (সিএমএসডি) থেকে আধুনিক নতুন এক্স-রে মেশিনটি চমেক হাসপাতালের জন্য পাঠানো হয়। গতকাল বৃহস্পতিবার মেশিনটি চমেক হাসপাতালে এসে পৌঁছেছে। সাথে অন্যান্য সরঞ্জামও এসে পৌঁছেছে। যা হাসপাতালের তৃতীয় তলায় রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগে স্থাপন করা হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.তসলিম উদ্দীন।
জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ওষুধাগার (সিএমএসডি) থেকে আধুনিক নতুন এক্স-রে মেশিনটি চমেক হাসপাতালের জন্য পাঠানো হয়। গতকাল বৃহস্পতিবার মেশিনটি চমেক হাসপাতালে এসে পৌঁছেছে। সাথে অন্যান্য সরঞ্জামও এসে পৌঁছেছে। যা হাসপাতালের তৃতীয় তলায় রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগে স্থাপন করা হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন বলেন, চাহিদার প্রেক্ষিতে সিএমএসডি থেকে আধুনিক নতুন একটি এক্স-রে মেশিন পাঠানো হয়েছে। দ্রুতসময়ের মধ্যে তা সংযোজন করে চালু করা হবে। ফলে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পরিধি বাড়বে। আশা করছি রোগ নির্ণয়ে সামনে আরও নতুন নতুন মেশিন সংযোগ করা হবে।চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের আওতায় রোগ নির্ণয়ে বর্তমানে ১১টি এক্স-রে মেশিন রয়েছে। এর মধ্যে বর্তমানে চালু আছে মাত্র ৬টি। বাকি পাঁচটির ত্রুটি থাকায় তা ব্যবহার করা হচ্ছে না। যদিও বন্ধ থাকা এ পাঁচটি এক্স-রে মেশিন সচল করতে ইতোপূর্বে সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে ওই পাঁচটি এবং নতুন এ মেশিন স্থাপনের পর সবমিলিয়ে চমেক হাসপাতালে এক্স-রে মেশিনের সংখ্যা দাঁড়াবে ১২টিতে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email