জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানে বিএনপির জনসভা

৭ নভেম্বর,ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানে জনসভার আয়োজন করেছে জেলা বিএনপি।

বুধবার (১৩ নভেম্বর) দুপুর ৩টায়, বান্দরবান প্রেসক্লাব চত্বরে এই জনসভা অনুষ্ঠিত হয়।

সকাল হতে বান্দরবানের সকল উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ঐতিহ্যবাহী রাজার মাঠে জড়ো হয়। দুপুর ২ টার দিকে রাজার মাঠ হতে বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং ও সাধারণ সম্পাদক জাবেদ রেজার নেতৃত্বে বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি উজানিপাড়া হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে জনসভায় যোগ দেয়।

উক্ত জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্যফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক লুসাই মং, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষারসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় বক্তারা বক্তারা বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ম্যামাচিং ও সাধারণ সম্পাদক জাবেদ রেজার নেতৃত্বের প্রশংসা করেন। তারা বলেন, সংগঠনের দু:সময়ে ম্যামাচিং ও জাবেদ রেজার দৃঢ়তায় বান্দরবানে বিএনপির রাজনীতি সুন্দরভাবে টিকে রয়েছে। ভবিষ্যৎ আন্দোলন ও সংগ্রামে ঐক্যবদ্ধ থেকে দলের স্বার্থে সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে মাহাবুবুর রহমান শামীম বলেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। তার ঘোষণার মাধ্যমেই আমরা স্বাধীন বাংলাদেশ লাভ করেছি। তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের চক্রান্তে নয়, বরং দেশের ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশ ত্যাগে বাধ্য হন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন আওয়ামী লীগের সরকারের স্থানীয় প্রতিনিধিরা বারবার বিএনপির কার্যক্রমে বাধা দিয়েছে, এবং দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। জনবিচ্ছিন ও বিতাড়িত আওয়ামী লীগ নেতা-কর্মীদের দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ দুর্নীতির তদন্তের জন্য তারা দুদককে আহ্বান জানান।

উপস্থিত নেতাকর্মীরা দেশ এবং দলের দু:সময়ে সকলকে একসাথে মিলেমিশে কাজ করার আশা ব্যক্ত করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email