রাজবাড়ীর পাংশায় মায়ের ওপর অভিমান করে ইঁদুর মা’রা ট্যাবলেট খেয়ে মোছা. আকলিমা খাতুন নামে এক কি’শোরি আ’ত্ম’হ’ত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আকলিমা খাতুন পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর গ্রামের বাসিন্দা ও হাবাসপুর কাশিম বাজারের রাজ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানিয়েছেন, মায়ের ওপর অভিমান করে আকলিমা খাতুন গতকাল রাত ৮টায় ইঁদুর মারা ট্যাবলেট খায়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টায় সে মারা যায়।
আকলিমার বাবা আলাল মন্ডল বলেন,‘গতকাল আকলিমার পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে সে বাসায় এসে তার মাকে জানায় তার পরীক্ষা খারাপ হয়েছে। এ সময় তার মা তাকে বকাবকি করেন। এতে আকলিমা মায়ের ওপর অভিমান করে ইঁদুর মারা ট্যাবলেট খেয়েছে।’
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, ‘আজ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।
সংবাদটির পাঠক সংখ্যা : 156