নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৮নং বলাইশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানের মৃ’ত্যু’র পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন নিয়ে ইউপি সদস্য আরিফ হোসেন (ভুট্টু) ও ইউপি সদস্য সারোয়ার জাহান খান হুমায়ুনের মধ্যে দ্বি’ধাদ্ব’ন্দ্বে’র সৃষ্টি হয়েছে।
ইউপি সদস্য আরিফ হোসেন (ভুট্টু) অভিযোগে উল্লেখ করেন, ৮নং বলাইশিমুল ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ফজলুর রহমান ও অন্যান্য ইউপি সদস্যরা দায়িত্ব গ্রহন করার পর ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদের প্রথম সভায় নিয়ম অনুযায়ী সকল সদস্যদের উপস্থিতিতে তিনজন প্যানেল চেয়ারম্যান সরাসরি নির্বাচিত করা হয় এবং প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হন ইউপি সদস্য আরিফ হোসেন, প্যানেল চেয়ারম্যান-২ সারোয়ার জাহান খান ( হুমায়ুন) ও প্যানেল চেয়ারম্যান-৩ নির্বাচিত হন নারী ইউপি সদস্য (সংরক্ষিত) নীলুফা আক্তার সুনাই।
পরবর্তীতে চলতি বছরের গত ৮ অক্টোবর ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান শারীরিক অসুস্থতা জনিত কারণে মৃত্যুবরণ করলে পদটি (৯ অক্টোবর) শূণ্য ঘোষণা করা হয়।
ইউনিয়ন পরিষদের কাজের ব্যাঘাত ঘটায় পূর্বের নির্বাচিত ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আরিফ হোসেন (ভুট্টু) কে প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করা জন্য কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার এঁর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে দায়িত্ব দিলেও ৫নং ওর্য়াডের ইউপি সদস্য সারোয়ার জাহান হুমায়ুনের বাঁধা ও নানান হুমকির কারণে ইউনিয়ন পরিষদে যেতে বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে ৫নং ওর্য়াড ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান-২ সারোয়ার জাহান খান (হুমায়ুন) সংবাদকর্মীদের জানান, চেয়ারম্যান জীবিত থাকা অবস্থায় পরিষদের সভায় প্যানেল চেয়ারম্যান-১ আরিফ হোসেন (ভুট্টু) ও প্যানেল চেয়ারম্যান-২ আমাকে নির্বাচিত করা হয়েছিল, কিন্তু চেয়ারম্যান মৃত্যুর পর আবার পরিষদের সভায় ১১জন ইউপি সদস্য সর্বসম্মতিক্রমে তাঁকে বাদ দিয়ে আমাকে নির্বাচিত করে পরিষদের রেজুলেশন করা হয়েছে, যা উপজেলা নির্বাহী অফিসার বরাবর দেওয়া হয়েছে। আরিফ হোসেন (ভোট্টো) কে ইউনিয়ন পরিষদে আসতে বাঁধা এবং নানা ভাবে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ গুলো সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট।
প্যানেল চেয়ারম্যান-৩ সংরক্ষিত নারী ইউপি সদস্য নীলুফা আক্তার সুনাই ও ৬ নং ওর্য়াড ইউপি সদস্য মো. রতন মিয়ার সাথে যোগাযোগ করা হলে জানান, চেয়ারম্যানের মৃত্যুর পর সবাই আবার পরিষদে মিটিং করে, আরিফ হোসেন (ভুট্টু) পরিবর্তে সারোয়ার জাহান খান( হুমায়ুন) কে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে রেজুলেশন হয়।
কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার জানান, ইউনিয়ন বাসীর সেবা কার্যক্রম ঠিক রাখতে, নিয়ম অনুযায়ী বলাইশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যুর পর, প্যানেল চেয়ারম্যান ১ আরিফ হোসেনকে চিঠি দিয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়। এখন যদি তিনি দায়িত্ব পালনে ব্যার্থ হয় বা কোন কারণে পরিষদে যাইতে না পারেন আমরা দ্বিতীয় জনকে দায়িত্ব দিব, তিনিও যদি কোন কারণে দায়িত্ব পালনে ব্যার্থ হন তাহলে তৃতীয় জনকে দায়িত্ব দিব, তিনিও যদি ব্যার্থ হন হন তাহলে প্রশাসন দায়িত্ব নিবে, কিন্তু কোন ক্রমেই জনগণকে সেবা থেকে বঞ্চিত করা যাবেন।