রাজবাড়ীর পাংশায় কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আজ মঙ্গলবার দিনব্যাপী পাংশায় দাবা ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আবু দারদা।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় পাংশা জর্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হয়েছে উপজেলা হাবাসপুর ইউনিয়নের কাচারিপাড়া স্কুল এন্ড কলেজ। রানার্স আপ হয়েছে পাংশা পৌর শহরের কাজী আব্দুল মাজেদ একাডেমি। দাবা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন পাংশা সরকারি জর্জ  উচ্চ বিদ্যালয়ের ছাত্রী উম্মে তানজিলা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা খাতুন, কাচারিপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন, পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি মাসুদ রেজা শিশির প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email