রাজবাড়ীর কালুখালীতে সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিমস সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর কালুখালীতে উপজেলার সকল সরকারী অফিসের দপ্তর প্রধান ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে জেলার কালুখালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলার নবাগত প্রশাসক ও জেলা ম্যজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসক বলেন, আমাদের সকলে মিলে বাংলাদেশকে সুখী সমৃদ্ধ করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। সময় পাল্টেছে। বিশ্ব যেভাবে চলছে আমাদেরকেও সেভাবে কাজ করতে হবে। মানুষ যাতে করে ঘরে বসে সেবা পায় সেই ব্যবস্থা করতে হবে।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন, কালুখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইসরাত জাহান উম্মন, উপজেলা প্রকৌশলী তরুন কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, কালুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email