সাংবাদিক ওসমান গণি মনসুর চট্টগ্রাম এডিটরস ক্লাবে সংবর্ধিত 

চট্টগ্রাম এডিটরস ক্লাবের উপদেষ্টা দি ডেইলি পিপলস ভিউ’র সম্পাদক ও প্রকাশক ওসমান গণি মনসুর কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টার’র সম্প্রতি সেক্রেটারী জেনারেল নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা , অভিনন্দন ও সম্বর্ধনা জানিয়েছেন চট্টগ্রাম এডিটরস ক্লাব।

রবিবার (৩ নভেম্বর ) সন্ধ্যায় নগরীর সাফা আর্কেড এর ৩য় তলায় এই সম্বর্ধনা সভায় চট্টগ্রাম এডিটরস ক্লাব’র সহ -সভাপতি ও পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেন সভাপতিত্ব করেন । সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ জনতার বাণীর সম্পাদক জিয়াউল হক ।

এ সময় দৈনিক বায়েজিদ এর সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, সকালের চট্টগ্রাম এর সম্পাদক মাহতাব উদ্দিন চৌধুরী, মাসিক আইনকন্ঠ এর সম্পাদক এড. ফয়েজুর রহমান, শিক্ষা অণ্বেষা এর সম্পাদক জসিম উদ্দীন, আজকের সত্য সংবাদ এর সম্পাদক এমডি হারুনুর রশিদ, দি ক্রাইম এর সম্পাদক আশীষ চন্দ্র নন্দী, দৈনিক চট্টগ্রাম পোস্টের সম্পাদক মোহাম্মদ আইয়ুব, দৈনিক প্রিয় চট্টগ্রামের সম্পাদক এম. ইমতিয়াজ উদ্দিন শাওন ,দৈনিক সমর এর সম্পাদক মোহাম্মদ আবদুল নাসের, মিডিয়া এক্সপ্রেস এর সম্পাদক নুরুল আমিন খোকন, দৈনিক সময়ের নিউজ এর সম্পাদক মোহাম্মদ আবু শাহিদ, সাপ্তাহিক পার্বত্য বাণীর সম্পাদক এবিএম মুজাহিদুল ইসলাম, দেশ জনতার বাণীর সাখাওয়াত, মো: আল আমিন, ইলাহী শিবলী প্রমুখ।

দি পিপলস ভিউ এর সম্পাদক ও প্রকাশক সম্বর্ধিত অতিথি ওসমান গণি মনসুর তাঁর ভাষনে বলেন, আমি আনন্দে আপ্লুত হয়েছি। মানুষ প্রতিদিন কিছু না কিছু শিখে থাকে । আমিও আজ এখানে এসে কিছু শিখেছি ।সাংবাদিক কিংবা সম্পাদকদের নিউজে এবিসি থাকতে হয় ।এ মানে ‘একুরেট’ বি মানে ‘ব্যালেন্স’ সি মানে ‘ক্লিয়ারেটি’ ।সম্পাদকেরা ইচ্ছা করলে তাদের ভিজিটিং কার্ডে ‘মেম্বার’ চট্টগ্রাম এডিটরস ক্লাব লিখে নিজেদের অবস্হান জানান দিতে পারেন । তিনি পরামর্শ দিয়ে বলেন মাঝে মাঝে আপনারা কর্মশালারও আয়োজন করতে পারেন।

এই সভায় তিনি আরো বলেন সবাইকে একত্রিত হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সাংবাদিকদের সত্য তুলে ধরে হবে। সাদাকে সাদা কালোকে কালো বলার সৎ সাহস থাকতে হবে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email