রাজনীতিবিদরা নয়, চো”র, লু’টেরা, ফ্যাসিস্টরা পা’লায়: জামায়াত আমির

শেখ হাসিনা রাজনীতিবিদ নয়, ফ্যাসিস্ট বলেই দেশ ছেড়ে পালিয়েছে— এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শকিকুর রহমান। বলেন, রাজনীতিবিদ, ভালো মানুষ কখনো পালায় না। চোর পালায়, ডাকাত পালায়, ফ্যাসিস্ট পালায়।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিউটশন মিলনায়তনে ‘২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী ফ্যাসিস্টদের লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ দেশকে জাহান্নাম বানিয়েছে।

সভায় যোগ দিয়ে এর আগে, বক্তারা বলেন, আওয়ামী লীগ ও ১৪ দলের দোসরদের জাতীয় নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না। একইসাথে নির্বাচনের আগেই গণহত্যায় জড়িতদের বিচারের দাবি জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। যারা স্বাধীন দেশে হত্যা, গণহত্যা, ভোটারবিহীন নির্বাচন ও গণতন্ত্র ধ্বংস করেছে তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email