চট্টগ্রাম টেস্ট: ১ উইকেটে ১০৯ রান নিয়ে লাঞ্চে দক্ষিণ আফ্রিকা

চট্টগ্রাম টেস্টে দাপুটে শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম সেশনটি পুরোপুরিই ছিল তাদের নিয়ন্ত্রণে। বাংলাদেশের বোলাররা প্রোটিয়া ব্যাটসম্যানদের খুব বেশি বিপদেও ফেলতে পারেননি। ৩৩ রানে মার্করাম আউট হয়ে ফিরলেন তারাই এগিয়ে। বাংলাদেশের পক্ষে উইকেটটি নিয়েছে তাইজুল ইসলাম।

৬৯ রানে প্রথম উইকেট হারানোর পরও দক্ষিণ আফ্রিকা সাবলীল ক্রিকেট খেলেছে। ১ উইকেটে ১০৯ রান নিয়ে লাঞ্চে গেছে তারা। ৪৯ রানে অপরাজিত আছেন ডি জর্জি, ২৩ রান নিয়ে ব্যাটিং করছেন স্ট্রিস্টান স্টাবস। প্রথম সেশনে খেলা হয়েছে ২৮ ওভার। ওভারপ্রতি রান উঠেছে ৩ দশমিক ৮৯।

বাংলাদেশের এই ম্যাচ সিরিজ বাঁচানোর। হারলে সিরিজের সাথে হোয়াইটওয়াশের লজ্জাও পাবে টাইগাররা। এমন ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।

জ্বরের কারণে এই ম্যাচ খেলা হচ্ছে না লিটন দাশের। ঢাকা টেস্টে অভিষেক হওয়া জাকের আলী অনুশীলনে মাথায় বল লেগে আহত। তাই এই ম্যাচে তাকেও পায়নি দল। তার জায়গায় টেস্ট অভিষেক হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কনের।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email