চট্টগ্রামে অ‌ভিযানে মিঠাইসহ তিন প্রতিষ্ঠানকে জ‌রি*মানা

চট্টগ্রাম নগরীতে খাদ্যদ্রব্যের স‌ঠিক মূল্য না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করার অ‌ভিযোগে ৩ প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জ‌রিমানা করেছে ভোক্তা‌ধিকার।

আজ সোমবার (২৮ অক্টোবর) নগরীর মুরাদপুর এলাকায় অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও চট্টগ্রাম জেলা কার্যালয়।

অ‌ভিযানে পণ্যের মোড়ক বিধি অনুসরণ না করা, মিষ্টি জাতীয় খাদ্যে মূল্য না দেওয়া, পণ্যের প্যাকেটে নিজেদের ইচ্ছে মতো মূল্য সিল দেওয়া, মিষ্ঠান্ন জাতীয় খাদ্যে মেয়াদ দাম উল্লেখ না থাকায় মুরাদপুর এলাকার হিল ভিউ মার্ট (সুইট এন্ড সুপার সপ) কে ৫ হাজার টাকা, পণ্যের মোড়ক বিধি অনুসরণ না করায় “জমজম ফার্মেসি”কে ৬ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সমগ্রী বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ, উৎপাদনকারী কর্তৃক মেয়াদ না থাকা এবং সকল পণ্যের মূল্য প্রদর্শন না করায় “মিঠাই”কে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা‌ধিকার চট্টগ্রামের সহকারী প‌রিচালক নাসরিন আক্তার জানান, ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপের পাশাপা‌শি আদায় করে ভবিষ্যতে যেন এহেন অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email