চান্দগাঁওয়ে ব্যবসায়ীকে গু*লি করে হ*ত্যা, গ্রে*প্তার ২

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ব্যবসায়ী আফতাব উদ্দীন হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. হেলাল (৩৫) ও মো. ইলিয়াছ হোসেন অপু (২৭)।

শুক্রবার (২৫ অক্টোবর) নগরীর পাঁচলাইশ ও হাটহাজারী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

তিনি বলেন, গত ২১ অক্টোবর বিকালে চান্দগাঁওয়ের অদূরপাড়া এলাকায় কয়েকজন সন্ত্রাসী কালো রঙের নোহা গাড়িতে এসে আফতাব উদ্দীনকে গুলি করে চলে যায়। এতে ইট ও বালু ব্যবসায়ী আফতাব গুরুতর আহন হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত ব্যবসায়ীর বাবা চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত মো. হেলালকে ২৫ অক্টোবর রাউজান থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যমতে- গতকাল শুক্রবার পাঁচলাইশ থানাধীন হাদুমাঝিপাড়া এলাকা থেকে অভিযুক্ত ইলিয়াছ হোসেন অপুকেও গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email