এই সরকারের সফল হওয়ার সম্ভাবনা কম: নুর

শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত প্রমাণ করেছে তারা গণহত্যার সমর্থনকারী- ফ্যাসিবাদের দোসর। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ অভিযোগ করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

নুর বলেন, ভারত এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। নতুন বাংলাদেশে আর ভারতের দালালি চলবে না বলেও হুঁশিয়ারি দেন নুর। এসময় তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, এই সরকারের সফল হওয়ার সম্ভাবনা কম। তাই জনগণের আকাঙ্ক্ষা পূরণে দ্রুত রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, অপকর্মের দায়ে নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ। পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। এদের পরিণতি থেকে শিক্ষা নেয়া উচিত বলেও মন্তব্য করেন গণঅধিকার পরিষদের সভাপতি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email