সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল চট্টগ্রামে গ্রে*প্তার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সিএমপির সহযোগিতায় আজ সকালে চট্টগ্রাম থেকে মোস্তফা কামালকে গ্রেপ্তার করা হয়। তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

মোস্তফা কামালের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।

প্রসঙ্গত, ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোস্তাফা কামাল উদ্দীন ২০১৭ সালের ২৫ অগাস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পান। ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর তাকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়।

২০২৩ সালের ১২ জানুয়ারি সরকারি চাকরি থেকে অবসরের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয় মোস্তফা কামালকে। ক্ষমতার পালাবদলের পর গত ১৯ অগাস্ট ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email