রাউজান প্রেসক্লাব নির্বাচন ৫ নভেম্বর, নির্বাচন পরিচালনা পরিষদ গঠিত

রাউজান প্রেসক্লাবের নির্বাচন আগমনী  ৫ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে একটি তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদ গঠিত হয়েছে। প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীলকে প্রধান করে সাবেক সভাপতি শফিউল আলম ও সাবেক প্রেসক্লাব কর্মকর্তা  কামরুল ইসলাম বাবুকে সদস্য করা হয়।

নির্বাচন পরিচালনা প্রধান প্রদীপ শীল জানান, আগামী ২৫ অক্টোবর ও ২৬ অক্টোবর শুক্রবার ও শনিবার সকাল-১০ হতে দুপুর ১ টা পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ। এই দুইদিন উল্লেখিত সময়ের মধ্যে প্রেসক্লাব কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করতে হবে। মনোনয়ন পত্র জমা দানের শেষ তারিখ – আগামী ২৮ অক্টোবর বিকাল ৪টা পর্যন্ত।

মনোনয়ন পত্র যাচাই-বাছাই ৩০ অক্টোবর বুধবার সকাল ১১ টায়। ৩১ অক্টোবর সকাল ১১ টায় প্রতিক বরাদ্দ।৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ।  ভোটে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের  নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুরোধ জানান তিনি।

 
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email