বন্দরনগরী চট্টগ্রাম থেকে প্রকাশিত সরকারি মিডিয়াভুক্ত দৈনিক বায়েজিদ পত্রিকায় বিভিন্ন পদে (খালি থাকা সাপেক্ষে) নিয়োগ চলছে..
যেসব পদে কাজের সুযোগ রয়েছে:
▪️জেলা,উপজেলা, থানা প্রতিনিধি
▪️ব্যুরো প্রধান
▪️ক্যাম্পাস প্রতিনিধি
▪️মাল্টিমিডিয়া রিপোর্টার
▪️স্ক্রিপ্ট রাইটার
▪️বিজ্ঞাপন প্রতিনিধি
যোগ্যতা:
* যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (অভিজ্ঞতার ক্ষেত্রে শিথিল যোগ্য)
* তরুণ, সাংবাদিকতা বা গণমাধ্যমে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
* বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে।
* লেখার প্রতি আগ্রহ এবং সৃজনশীলতা থাকতে হবে
* যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে কাজের মানসিকতা থাকতে হবে।
* মাঠপর্যায়ে গিয়ে প্রতিবেদন তুলে আনতে হবে।
* সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করতে হবে।
▪ বেতন-ভাতা:
স্থায়ী নিয়োগের পর প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বেতন-ভাতা প্রাপ্ত হবেন।
আবেদন করতে যা প্রয়োজন হবে:
* সিভি
* ফরমাল ছবি ২ কপি
* জাতীয় পরিচয়পত্রের কপি
* সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদের ছবি
* অভিজ্ঞতার প্রমান (আইডি কার্ড, ট্রেইনিং সনদ, অভিজ্ঞতা সনদ) যদি থাকে।
সরাসরি যোগাযোগ:
দৈনিক বায়েজিদ
৪০ কদম মোবারক এতিমখানা ভবন (৫ম তলা)
মোমিন রোড, আন্দরকিল্লা চট্টগ্রাম।
সম্পাদক: 01938597044
নির্বাহী সম্পাদক: 01871140544