১৯ বছর পূর্বে উ.ধাও ত.রুণীর খ.ণ্ডিত হা.ত ও মা.থা পাওয়া গেলো ফ্রিজে

২০০৫ সালে যুক্তরাষ্ট্রের কলোরাডো থেকে গায়েব হয় এক তরুণী। দীর্ঘ ১৯ বছর পর, অবশেষে তার মরদেহে’র খণ্ডিত হাত ও মাথা পাওয়া যায় একটি ফ্রিজে। তবে, অদ্ভুত ব্যাপার, ফ্রিজটি যেই বাড়িতে রয়েছে, সেটি কিছুদিন আগেই বিক্রি হয়েছিলো। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় দেহাংশগুলো কিশোরী আমান্ডা ওভারস্ট্রিটের, ২০০৫ সাল থেকে যে নিখোঁজ ছিলো। এছাড়াও, বাড়িটির পূর্বের মালিকের মেয়ে ছিলো আমান্ডা

গত শুক্রবার, এক বিজ্ঞপ্তিতে মেসা কাউন্টি শেরিফ অফিস দেহাংশের পরিচয় শনাক্তের বিষয়টি জানিয়েছেন। এতে আরও জানানো হয়, শহরের এক বাসিন্দা বিনা পয়সায় ফেলে রাখা ফ্রিজটি নেয়ার সুযোগ হাতছাড়া করতে চায়নি। ফ্রিজটি নিজের বাড়ির জন্য আনতে গিয়ে তিনিই এটা আবিষ্কার করেন।

শেরিফ অফিস জানায়, নিখোঁজ হওয়ার সময় ওভারস্ট্রিটের আনুমানিক বয়স ছিল ১৬ বছর। ২০০৫ সালের এপ্রিল থেকে কেউ তাকে দেখেনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email