মীরসরাইয়ে মৎস্য বিভাগের অ’ভিযানে ৯টি জাল ধ্বং’স

মীরসরাইয়ে নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে জাল দেওয়ায় ৮টি মশারি জাল ও১টি চায়না জাল জব্দ শেষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) মীরসরাই উপজেলার সাহেরখালী স্লুইসগেট সংলগ্ন সন্দ্বীপ চ্যানেল মৎস্য বিভাগের অভিযানে ৮ টি মশারি জাল ও ১ টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।

পরবর্তীতে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাসিম আল মাহমুদ বলেন, ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ বাস্তবায়নে প্রজনন মৌসুম উপণক্ষে বাংলাদেশ সরকার কর্তৃক এ বছর ১৩ অক্টোবর হতে ০৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশসহ যে কোন প্রজাতির সামুদ্রিক মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে সোমবার সকাল ০৯ টা হতে দুপুর ০২ টা পর্যন্ত উপজেলার সাহেরখালী স্লুইসগেট সংলগ্ন সন্দ্বীপ চ্যানেলে বিশেষ অভিযানে ৮ টি মশারি জাল ও ১টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এই ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান তিনি।

অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড মীরসরাই স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মোসলেহ উদ্দিন। এছাড়া অভিযানে আরো অংশগ্রহণ করেন উপজেলা মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ এবং কোস্টগার্ড সদস্যবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email