আমাদের পথে বসার উপক্রম – বান্দরবান পর্যটন ব্যবসায়ী সমন্বয় পরিষদ

পার্বত্য তিন জেলায় সমসাময়িক অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে চলতি মাসের ৮ তারিখ হতে ৩১ তারিখ পর্যন্ত তিন পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণের উপর নিরুৎসাহিত করছেন সংশ্লিষ্ট জেলা প্রশাসন।তবে পার্বত্য জেলা বান্দরবানে কোন ধরনের সহিংস ঘটনা না ঘটায় এবং পর্যটন শিল্পের ক্ষতি পুষিয়ে উঠার সময়ে পুনরায় পর্যটকদের ভ্রমনে নিরুৎসাহিত কারার ঘোষণায় আবারো ব্যাবসায়িক ক্ষতির মুখে পড়েছেন জেলার পর্যটন শিল্পের সাথে জড়িত ব্যবসায়িরা। এ অবস্থায় পর্যটন ব্যাবসা হতে অনেক ব্যবসায়ি ক্ষতি পুষিয়ে উঠতে না পেরে মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে মন্তব্য করেছেন বান্দরবান পর্যটন ব্যবসায়ী সমন্বয় পরিষদ।

ব্যবসায়ি নেতারা বলেন পর্যটকদের ভ্রমনে আকৃষ্ট করার জন্য হোটেল মোটেল রিসোর্ট এবং যানবাহনের উপরেও ছাড় দিয়ে আশানুরূপ পর্যটক পাওয়া যাচ্ছে না।দীর্ঘদিন পর জেলায় কিছু পর্যটক আশতে শুরু করেছে এমন সময় এ ধরনের  সিদ্ধান্তে আমরা চরম ক্ষতির মুখে পড়েছি।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে বান্দরবান প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে এসব মন্তব্য করেন  পর্যটন ব্যবসায়ী সমন্বয় পরিষদের নেতারা।
এসময় ব্যবসায়ি নেতারা বলেন বিগত ২০১৯ সাল হতে করোনা মহামারী, ভয়াবহ বন্যা,পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন কেএনএফ এর অপতৎপরতার কারনে এ জেলায় পর্যটকদের ভ্রমনের উপর নিষেধাজ্ঞা বজায় ছিলো।
ব্যবসায়ি নেতারা বলেন বিগত কয়েক মাস জেলা সদর সহ উপজেলার  কয়েকটি পর্যটন কেন্দ্রে সাময়িক পর্যটকদের ভ্রমনের উপর নিষেধাজ্ঞা শীতল করার কারনে এ ব্যবসায় ঘুড়ে দাঁড়ানোর চেস্টা করেছি।সাম্প্রতিক দেশের রাজনৈতিক অস্থিরতার কারনে আবারো সংকটের মুখে পড়ে এই জেলার পর্যটন খাত।
এবার নতুন করে পুরো জেলা জুড়ে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার কারনে ব্যবসায়িক ক্ষতি পুষিয়ে নিতে না পেরে,এ ব্যবসা হতে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছেন অনেক ব্যবসায়ি।
পর্যটন সেক্টরে কর্মরত হাজারো কর্মকর্তা কর্মচারীর জীবিকা ও অর্থনীতির চাকাকে সচল রাখতে বান্দরবানের পর্যটন স্পটগুলো খুলে দেয়ার জন্য আহ্বান করেন বান্দরবান পর্যটন ব্যবসায়ী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ি নেতারা সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টা সহ সরকারের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করন।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান পর্যটন ব্যবসায়ী সমন্বয় পরিষদের আহ্বায়ক মোঃ নাছিরুল আলম,সদস্য সচিব, সিরাজুল াঅাাাইসলাম,মোঃ জসিম উদ্দিন,প্রেস ক্লাবের সভাপতি, আমিনুল ইসলাম বাচ্চু সহ পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email