নগরীর পাহাড়তলী বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম জেলা কার্যালয়।
সোমবার ( ৭ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় চারটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিক মূল্যে ডিম বিক্রি করায় রহমানিয়া দরবার শরীফ নামের একটি ডিমের আড়তকে ১০ হাজার টাকা,মূল্য তালিকা প্রদর্শন না করায় আবুল খায়ের স্টোরকে ৪ হাজার টাকা, নাসির ট্রেডার্স ৪ হাজার টাকা ও মোতালেব মিয়ার দোকানে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ,সহকারী পরিচালক নাসরিন আকতার,রানা দেব নাথ,মোহাম্মদ আনিসুর রহমান।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম এ অভিযানে সহযোগিতা করেন।
সংবাদটির পাঠক সংখ্যা : 148