আনোয়ারার পাহাড়ে অজ্ঞাত না’রীর লা*শ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চায়না ইকোনোমিক জোনের অদূরে পাহাড়ের ঝোপে এক নারীর লাশ পাওয়া গেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধারে থানা পুলিশের একটি টিম পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা করেছে বলে জানা যায়।

বৃহস্পতিবার (৩রা অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বৈরাগ ইউনিয়নের (৭ নম্বর ওয়ার্ড) মোহাম্মদপুর গ্রামের চায়না ইকোনোমিক জোনের পাশের পাহাড়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারি পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান সোহাগ। তিনি জানান, ‘আমরাও এ ধরনের একটি ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছি। আমি নিজেও যাচ্ছি।’

আনোয়ারা থানাধীন রাঙ্গাদিয়া ফাঁড়ি আইসি পুলিশ পরিদর্শক (এসআই) সোহরাওয়ার্দী জানান, আমি জরুরি কাজে শহরে আছি। তবে স্থানীয়দের কাছ থেকে খবর পেলাম, মোহাম্মদপুর গ্রামের চায়না ইকোনোমিক জোনের পাশে এক নারীর লাশ পাওয়া গেছে। অলরেডি পুলিশ গেছে। বিস্তারিত পরে জানা যাবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email