গত ২১ আগস্ট ২০২৪ তারিখ থেকে ৩১ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ৫টি ইউনিয়ন বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা শুরু থেকেই ফটিকছড়িতে বন্যার্তদের সাহায্য ও উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন।
ফটিকছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করেন ২৪ পদাতিক ডিভিশন এর জেনারেল অফিসার কমান্ডিং এবং এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মোঃ মাইনুর রহমান, এসইউপি, এডব্লিউসি, পিএসসি। উক্ত পূনর্বাসন কার্যক্রমে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫০ টি পরিবারকে আর্থিক সহায়তা এবং ৩০ টি পরিবারকে কৃষিপন্য, বাসস্থান নির্মানের জন্য টিন ও অসহায় মহিলাদের সাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়।
পাশাপাশি প্রায় ৮০০ জন রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। পূনর্বাসন সুবিধাপ্রাপ্ত পরিবার সমূহ সেনাবাহিনীর এ মহতী উদ্যোগের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার ও অন্যান্য সামরিক ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গন্যামানা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।