‘যখন বাবা-ছেলে এক হয়, তখন কেকের স্বাদ আরও মিষ্টি হয়’

ঢালিউড কিং শাকিব খানের প্রথম পুত্রসন্তান আব্রাম খান জয়।সাবেক স্ত্রী নায়িকা অপু বিশ্বাসের গর্ভে ধারণ করা ছেলে জয়ের জন্মদিন ছিল গত শুক্রবার।দিনটি উপলক্ষে বাবা শাকিব খানের সশরীরে থাকা, কেক কাটা জয়ের জন্য খুবই স্পেশাল।ছেলের জন্মদিনটা যে বাবার জন্যও স্পেশাল সেটিও দেখালেন শাকিব।তাই তো সুদূর মার্কিন মুলুক থেকে ঢাকায় উড়ে এসে ছেলের জন্মদিন পালন করলেন তিনি।

জয়কে কতটা ভালোবাসেন তাও স্পষ্ট হলো শাকিব খানের এই আগমন।তার ভক্ত-অনুরাগীরাও মনে করছেন, ছেলের জন্মদিনের কেক কাটতেই যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় উড়ে এসেছেন শাকিব খান।শনিবার রাতে ছেলে জয়ের হাতে হাত রেখে কেক কাটেন শাকিব।

জয়ের জন্মদিন উপলক্ষে আগে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানান শাকিব খান। শুক্রবার বিকালে এক ফেসবুক পোস্টে পুত্র জয়ের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘জন্মদিনের শুভেচ্ছা আব্রাম। মনে রেখ, তোমার যেকোনো প্রয়োজনে আমি সবসময় আছি। লাভ ইউ পাপা।’

এরপর দিনই বাপ-বেটা একসঙ্গে কেক কাটলেন।সেই দৃশ্য ধারণ করে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।শাকিব-অপুর বিচ্ছেদ হলেও জন্মদিনে বাবা-মা দুজনের আদরই পেল জয়। তা দেখে নেটিজেনরাও বেশ উচ্ছ্বসিত।

অনুরাগীদের ধারণা, ছেলের সঙ্গে কেট কাটতে অপুর বাসায় গিয়েছিলেন শাকিব, আর বাবা-ছেলের এই আদূরে মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করেছেন অপু বিশ্বাস নিজে। যদিও এ বিষয়ে অপু কিছু বলেননি। শুধু ক্যাপশনে লিখেছেন, ‘যখন বাবা আর ছেলে এক হয়, তখন কেকের স্বাদ আরও মিষ্টি হয়।’

শাকিব খান দুই মাস যুক্তরাষ্ট্রে ছিলেন।গত বৃহস্পতিবার ঢাকায় আসেন তিনি।এদিন হঠাৎ নায়ককে নতুন রূপে দেখে চমকে যান তার ভক্ত-অনুরাগীরা। দাঁড়ি বড় করে, মাথায় ক্যাপ পরে সেলফিতে ধরা দেন তিনি।এটি হয়ত শাকিবের নতুন ছবির জন্য কোনো নতুন রূপ- এমনটাই মনে করছেন অনুরাগীরা।

এদিকে জয়ের জন্মদিনে বড় ভাইকে শুভেচ্ছা জানিয়েছে শাকিব খানের আরেক পুত্র শেহজাদ খান বীর। চিত্রনায়িকা বুবলীর ফেসবুক পেজ থেকে বীরের একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে শেহজাদ খানকে বীরকে বলতে শোনা যায়, ‘হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া। আই লাভ ইউ সো মাচ।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email