হাঙ্গেরির বুদাপেস্টে চলছে দাবা অলিম্পিয়াড। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বিশ্ব দাবা অলিম্পিয়াডের ১০ম রাউন্ডের ওপেন বিভাগে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইসরায়েলকে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি হওয়ার কথা থাকলেও, এ ম্যাচে না খেলার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব।
হাঙ্গেরির স্থানীয় সময় গতকাল মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজীব লিখেন, ২০২২ সালের চেন্নাই দাবা অলিম্পিয়াড ও ২০২৪–এর হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুশ দল হিসেবে অংশ নিতে পারেনি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কীভাবে অংশগ্রহণ করতে পারে? কালকে তাদের খেলা বাংলাদেশের সঙ্গে পড়েছে। আমি বয়কট করলাম।
রাজীব বলেন, ইউক্রেনে হামলার কারণে রাশিয়া ও বেলারুশকে দাবা অলিম্পিয়াডে খেলতে দেয়া হচ্ছে না। এমনকি নিজ দেশের পতাকা নিয়ে দেশ দুটির দাবাড়ুদের বিশ্ব আসরে খেলার সুযোগ নেই। ফিদে তাদের নিষিদ্ধ করে রেখেছে। ইসরায়েল নির্বিচার ফিলিস্তিনিদের হত্যা করছে। এর প্রতিবাদেই তিনি ইসরায়েলের বিপক্ষে খেলবেন না।
দাবা অলিম্পিয়াডে এক রাউন্ডে এক দেশের চার দাবাড়ু খেলেন। আজ দশম রাউন্ডে বাংলাদেশ তৃতীয় বোর্ডে রাজীবের নাম জমা দিয়েছে। রাজীব না খেললে ইসরায়েল ওই বোর্ডে সরাসরি পয়েন্ট পাবে।
সংবাদটির পাঠক সংখ্যা : 116