চমেকে বর্ষপূর্তির অনুষ্ঠান ঘিরে উ*ত্তে*জ*না, সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৬৭তম বর্ষপূর্তির অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢুকতে না পেরে ঢিল ছুঁড়েছে বহিরাগতরা। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় দিকে চমেকের শাহ আলম বীর উত্তম মিলনায়তনের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।তাৎক্ষণিক উত্তেজনা ছড়িয়ে পড়লে পরে সেনাবাহিনী, পুলিশ ও আনসারের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রতক্ষর্দশী এক দোকানী গণমাধ্যমকে জানায়, মেডিকেলের অডিটোরিয়াম রুমে যখন অনুষ্ঠান চলছিলো তখন হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে।
চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘বর্ষপূর্তির অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে কনসার্টের আয়োজন করেছে। বহিরাগতরা ভেতরে ঢোকার চেষ্টা করে। পরে গেট বন্ধ করে দেওয়া হয়। এতে বাইরে থেকে ঢিল ছুঁড়লে উত্তেজনা সৃষ্টি হয়। এ মূহুর্তে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email