লোহাগাড়ায় মিনিট্রাক চাপায় প্রা*ণ গেল শ্রমিকের

লোহাগাড়ায় আধুনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে মিনিট্রাকের চাপায় মো. সোহেল (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সোহেল কক্সবাজারের চকরিয়ায় উপজেলার হারবাং ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের উত্তর হারবাং কলাতলী রোড পাড়ার মোস্তাক আহমদের পুত্র ও উপজেলা খাদ্য গুদামের শ্রমিক।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন জানান, সকালে উপজেলা খাদ্য গুদাম থেকে মিনিট্রাক ভর্তি করে ভিজিডি’র চাল নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনা হয়। এ সময় মহাসড়ক থেকে মিনিট্রাকটি পেছন হয়ে ইউপি কার্যালয় সড়কে ঢুকে।

এক পর্যায়ে ইউপি কার্যালয় সড়ক দেবে যায়। ফলে পেছনে থাকা শ্রমিক ইউপি কার্যালয়ের পিলার ও মিনিট্রাকের মাঝে আটকা পড়ে। পরে আটকা পড়া শ্রমিককে উদ্ধার করতে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মিনিট্রাক আর ভবনের পিলারের মাঝখানে আটকা পড়া শ্রমিককে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email