ভুজপুরে বন্যার পানিতে শি’শু নি’খোঁ’জ

ভুজপুর থানার দাতঁমারা ইউপিতে বন্যার পানিতে সামি(১২) নামের এক শিশু নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (২২আগস্ট) দুপুর ২টার দিকে ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাতঁমারা ইউপি শান্তিরহাট এলাকায় সাদিনগরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সামি দাতঁমারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাদিনগরের ভাড়াটিয়া হামিদের ছেলে বলে জানা যায়। স্হানীয় সূত্রে জানা যায় সামিসহ ৩জন শিশু দুপুরে  বন্যার পানিতে নিম্নবর্তী সড়ক দিয়ে পার হওয়ার সময়  পানিতে  তলীয়ে যায়। বাকি ২শিশুকে স্হানিয়রা উদ্ধার করলেও সামি নামের শিশুটি এখন ও  নিখোঁজ। অনেক খুজাঁখুজি করে ও তাকে পাওয়া যায়নি।

শান্তরহাট বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান বলেন, আমরা স্হানীয় লোক দিয়ে অনেক খুজাঁখুজি করেছি শিশুটিকে পাওয়া যায়নি।আগামীকাল আবারও উদ্ধার তৎপরতা চালিয়ে যাব।্

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email