রাঙ্গুনিয়ার ৭টি ইউনিয়ন প্লাবিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়ার ইছামতী সংলগ্ন ৭টি ইউনিয়ন প্লাবিত হয়েছে।

ইছামতী নদীর পানি বিপদ সীমা অতিক্রম করে সকাল থেকে প্রবল বেগে এসব ইউনিয়নের একাধিক গ্রামে পানি ডুকে পড়ে। পানিতে আটকা পড়েছে নারী শিশুসহ একাধিক গ্রামের মানুষ।

উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া, হোছনাবাদ, লালানগর, দক্ষিণ রাজানগর, রাজানগর, ইসলামপুর ইউনিয়নের একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। উত্তর রাঙ্গুনিয়া অঞ্চলের যোগাযোগ এর দুটি সড়ক মরিয়মনগর-গাবতল ও ঘাটচেক-রানীরহাট সড়ক দুটি পানিতে ডুবে গেছে।

এ দুটি সড়কসহ একাধিক সড়কের বিভিন্ন অংশে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। ফলে যোগাযোগে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীসহ সাধারণ জনগনের।

বিকেল পর্যন্ত মোগলেরহাট এলাকায় পানি বৃদ্ধির ফলে অনেকে আটকা পড়েছেন। এসময় আটকা পড়া অনেক শিশু ও মহিলাদের আহাজারি করতে দেখা যায়।

স্থানীয়রা এখানে দড়ি বেঁধে কয়েকজনকে উদ্ধার করলেও আটকা আছে একাধিক মানুষ। স্বনির্ভর রাঙ্গুনিয়া এলাকায় বেশ কিছু গ্রামে মানুষ পানিতে আটকে পড়েছে। তাদের অধিকাংশ আবার অনেকের পাঁকা বাড়ির ছাদে আশ্রয় নিতে দেখা যায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email