চট্টগ্রামের বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহরের সৌন্দর্য বৃদ্ধিতে গ্রাফিতির মাধ্যমে নতুন মাত্রা যোগ করেছে। পিলার, ওভারব্রিজ ও রাস্তার দেয়ালে তাদের সৃজনশীলতার ছোঁয়া স্পষ্ট।
সম্প্রতি সল্টগোলা রেল ক্রসিংয়ে দুটি বড় আকারের গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। ‘বীর চট্টলা’ এবং ‘দুর্নীতিমুক্ত বন্দর গড়ি’ শীর্ষক এই দুটি গ্রাফিতি সবার দৃষ্টি কেড়েছে। এছাড়াও, গত জুলাই মাসের গণআন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থী সমাজের বিপ্লবী চেতনাকে উজ্জ্বল করে তোলার লক্ষ্যে এবং বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির প্রতিফলনকারী আরও বেশ কিছু গ্রাফিতি তৈরি করা হয়েছে।
গ্রাফিতি শেষে শিক্ষার্থীরা আয়োজিত মোমবাতি জাগরণ অনুষ্ঠান মাতৃভূমির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।
এই সম্মিলিত উদ্যোগ শহরের মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে এবং তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও দেশপ্রেমের জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রামের এই তরুণ শিল্পীরা তাদের কাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে তরুণদের হাতেই আছে শহরকে সুন্দর ও উন্নত করার ক্ষমতা।