চট্টগ্রামের ফটিকছড়িতে বিগত নির্বাচনে নৌকা নিয়ে নির্বাচিত বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিদের অপসারণ দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে বি এন পি ও অঙ্গ সংগঠন এবং জামাত শিবিরের নেতা কর্মীরা।
রবিবার (১৮আগস্ট) সকাল ৭টা থেকে ফটিকছড়ি উপজেলার ২টি পৌরসভা ও ৬টি ইউনিয়ন পরিষদের প্রধান গেইটে তালা ঝুলিয়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে। ফটিকছড়ি পৌরসভা, নাজিরহাট পৌরসভা ও বাগানবাজার, দাতঁমারা, নারায়নহাট, সুয়াবিল, সুন্দরপুর ও কাঞ্চননগর ইউনিয়নের কার্যালয়ের তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করে বি,এন,পি'র অঙ্গ সংগঠন এবং জামাত শিবিরের কর্মীরা।
সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলা পরিষদের গেইটের সামনে বি,এন,পি’র অঙ্গ সংগঠন এবং জামাত শিবিরের কর্মীরা উপস্থিত হয়ে উপজেলা চেয়ারম্যান নাজিম উদ্দীন মুহুরী, ভাইস-চেয়ারম্যান জসিম উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আকতার নুপুরের অপসারণের দাবিতে দুপুর১২ টার দিকে বিক্ষোভ মিছিল করে। এ সময় ভাইস চেয়ারম্যান শারমিন আকতার নুপুর উপজেলা পরিষদে ডুকতে চাইলে বি এন পি মহিলা দলের নেতৃবৃন্দের সাথে ধস্তাধস্তি হয় বলে স্হানীয় লোকদের সূত্রে জানা যায়। এই ব্যাপারে ভাইস চেয়ারম্যান শারমিন আকতার নুপুর সাথে কথা বলে জানা যায় আমি কোন লোভে পরে উপজেলা পরিষদে যানি।আমি আমার অধিকার আদায়ের চেষ্টা করছি। তারা আমাকে বাধা দিয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।
এছাড়া নাজিরহাট পৌরসভা ও ফটিকছড়ি পৌরসভার প্রধান গেইটে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করে। এ সময় নেতাকর্মীরা শেখ হাসিনার অধিনে অনুষ্ঠিত বিগত নির্বাচনে নৌকার প্রতিক নিয়ে পৌরসভা মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়ার দাবি জানান।
শেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলা চেয়ারম্যান নাজিম উদ্দীন মুহুরী, ভাইস চেয়ারম্যান শারমিন আকতার নুপুর ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ও নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন এ কে জাহেদ চৌধুরী ও ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মুহাম্মদ ইসমাইল হোসেন ও বাগানবাজার ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজু,দাতঁমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম, নারায়নহাট ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর মুহাম্মদ, সুয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন, সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহনেওয়াজ ও কাঞ্চননগর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম অফিস করতে পারেননি।ফটিকছড়ি পৌরসভা নাজিরহাট পৌরসভা ও ৬টি ইউনিয়নে জম্ম ও মৃত্যু সনদ প্রদানের জন্য সরকার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দায়িত্ব পালনের প্রঞ্জাপন জারি করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা।