ফটিকছড়ি উপজেলা প্রশাসনের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ আগস্ট) দুপুর ১টায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম উত্তর জেলার প্রতিনিধি সুলতানুল আরেফিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা মাষ্টার রতন কান্তি চৌধুরী, ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ ইবরাহীম কাসেম, ফটিকছড়ি সরকারী কলেজের উপাধ্যক্ষ মো. মনিরুজ্জামান, ফটিকছড়ি সরকারী করোনেশন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের উত্তর জেলা নেতৃবৃন্দের মধ্যে জয়নাল আবেদীন ফাহিম, জুনাইদুল ইসলাম, নাফিজা প্রমুখ।
মতবিনিময় সভায় বৈষম্যমুক্ত আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঘুষ, দুর্নীতি, ইভটিজিং, কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের সাথে একযোগে কাজ করার অঙ্গিকারবদ্ধ হন ছাত্রসমাজের নেতৃবৃন্দ।