ফটিকছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

“ভরবো মাছে মোদের দেশ  গড়বো র্স্মাট বাংলাদেশ “

এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় চট্টগ্রামের  ফটিকছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৩০জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন ফটিকছড়ি উপজেলা মৎস্য দপ্তর।

বুধবার(৩১জুলাই) দপ্তরটির কর্মকর্তা মুহাম্মদ আজিজুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায়  সকাল ১০টায় র ্যালী উত্তর আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলায়তন অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরী। বিশেষ অতিথি ছিলেন ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আকতার নুপুর, ভুজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এন,এইচ শাহজাহান চৌধুরী শিপন, কৃষি কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুহাম্মদ আবু হেনা মোস্তফা কামাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ডক্টর মুহাম্মদ সেলিম রেজা, একাডেমি সুপার ভাইজার আকরাম হোসেন,উপজেলা প্রকৌশলি বাবু তন্ময় নাথ, জনস্বাস্থ্য প্রকৌশল বাবু প্রনবেশ মহাজন, সমাজ সেবা কর্মকর্তা বাবু রাজিব আচার্য। মৎস্য ফিল্ড কর্মকর্তা বুলবুল আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৎস্য চাষি মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ আজাদ,মুহাম্মদ শওকত, উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের ফটিকছড়ি উপজেলা  সভাপতি মুহাম্মদ নুর হোসেন প্রমুখ।

মাছে ভাতে বাংঙ্গালী ঐতিহ্যকে ধরে রাখতে সকলকে ঐক্য বদ্ধ কাজ করতে হবে। যুব সমাজকে চাকুরির পিছনে ছোটছুটি নাকরে মৎস্য চাষ করে নিজকে স্বাবলম্বী করতে আহবান জানান। পুকুর জলাশয় ভরাট না করে সেখানে মাছ চাষ করে নিজকে স্বাবলম্বী করে এবং ফটিকছড়িতে মাছের চাহিদা মিটানোর চেষ্টা করতে হবে পরে শ্রষ্ঠ চাষিদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email