চমেক হাসপাতালে আ’ট’ক ৩ বেসরকারি ডায়াগনস্টিক কর্মী

বায়েজিদ ডেস্ক: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩ জন দালালকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৭টার দিকে তাদের ১৪ নাম্বার মেডিসিন ওয়ার্ডের ভেতর থেকে আটক করে পুলিশ।  চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আটককৃতরা হল- বহদ্দারহাট খাজা রোড এলাকার মাহবুবুল আলমের ছেলে শাহাদাত হোসেন, রাউজান নোয়াপাড়ার পথেরহাট অর্চ্যপাড়া এলাকার গৌরাঙ্গ সিংহের ছেলে সুজন সিংহ (২৮) ও চকবাজার ডিসি রোডের কালাম কলোনির আবু তালেবের ছেলে গোলাম কিবরিয়া (২৬)।

নূরুল আলম আশেক জানান, আটক ৩ জন বেসরকারি ডায়াগনস্টিক কর্মী। তারা তিনজনই হাসপাতালের ভর্তি রোগীদেরকে বুঝিয়ে নির্ধারিত ল্যাবে নিয়ে রোগী হয়রানি অতিরিক্ত অর্থ আদায় করতো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email