সুজন চৌধুরী: ৯-আর্মড পুলিশ ব্যাটালিয়ন’র অভিযানে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এসময় ৬জনকে নানান অপরাধে গ্রেফতার করা হয়েছে।
৯- এপিবিএন এর তথ্য সূত্রে জানা গেছে,জুন মাস ব্যাপী চলা এসব অভিযান থেকে অবৈধ মাদক দ্রব্য, চোরাচালান, অস্ত্র গুলি, বিস্ফোরক দ্রব্য উদ্ধার, হারানো মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণা, অনলাইন প্রতারণা সাইবার অপরাধ, মানব পাচার বিরোধী অভিযানের অংশ হিসেবে জুন মাসে ৯ এপিবিএন, চট্টগ্রাম এর অধিক্ষেত্র সিএমপি, চট্টগ্রাম’সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১১ টি হারানো মোবাইল ফোন উদ্ধার এবং ভুলঃবশত ভুল বিকাশ নম্বরে চলে যাওয়া পাঁচ হাজার পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ২৪০ পিস ইয়াবা, ১কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ১হাজার ২৯০টাকা,মাদক চোরাকারবার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন’সহ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় এজাহার দায়ের করে ৬টি নিয়মিত মামলায় মোট ৬ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
এছাড়া ৪টি যৌথ চেকপোস্ট পরিচালনা করে সড়ক পরিবহন আইনে ৩ টি মামলা এবং ৫ টি গাড়ি আটক এবং নগদ ১৯,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও ৯ এপিবিএন, চট্টগ্রামের অধীনস্থ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্প, চট্টগ্রামে অন্যান্য সংস্থার সাথে যৌথ অভিযানে বিদেশ থেকে আগত যাত্রীর কাছে থাকা বৈদেশিক মুদ্রা ৪৯,০০০ দিরহাম যা বাংলাদেশের মুদ্রায় ১৩,৭২,০০০ টাকা ও ৩৭,৮০০ রিয়াল যা বাংলাদেশের মুদ্রায় ১০,০২,৮০০টাকা। সর্বমোট বাংলাদেশী মূল্য ২৩,৭৪,৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।
বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সিভিল এভিয়েশন ও সোনালী ব্যাংকের সহায়তায় যাত্রীদের পাসপোর্টে উক্ত টাকা এনডোর্স করে যাত্রীকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এই ব্যাটালিয়নের অধীনস্থ ভাসানচর ক্যাম্প, নোয়াখালীতে অভিযানে পরিচালনা করে ১৭৪ বস্তা চাল, আনুমানিক ৪০ গজ বৈদ্যুতিক তার,১০৫ পিস সাবান, ২৪ লিটার সয়াবিন তেল,৩৯ কেজি চিনি ও ৭ কেজি হলুদ উদ্ধার করা হয়েছে।
ব্যাটালিয়ন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ৯ এপিবিএন কর্তৃক সাইবার অপরাধ, জঙ্গী দমন, মানব পাচার, অবৈধ মাদক দ্রব্য, চোরাচালন, অস্ত্র গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।