চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় ভেন্টিলেটরের সাথে শার্ট পেঁচিয়ে এক হাজতি আত্মহত্যা করেছে বলে জানিয়েছে থানা পুলিশ। ঐ হাজতির নাম মো.জুয়েল (২৬)।
নিহত মো. জয়েলে চান্দগাঁও থানার খেজুরতলা এলাকার আব্দুল মাবুদের ছেলে।
বুধবার (৩ জুলাই) ভোর ৬টা ২৫ মিনিটে থানা হাজতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, জুয়েল গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। গতকাল রাতে থানা হাজতে ভেন্টিলেটরের সাথে নিজের পরনের শার্ট পেঁচিয়ে আত্মহত্যা করে। আমরা সিসিটিভি ফুটেজ বিষয়টি দেখেছি। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় ডাকাতি এবং অস্ত্র আইনে ৭টি মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সংবাদটির পাঠক সংখ্যা : 145