ফুটপাতে হাসপাতালের বর্জ্য; হুমকিতে জনস্বাস্থ্য

আকাশ দে: চট্টগ্রাম মহানগরীর গোল পাহাড় মোড় থেকে জিসি মোড়ের দিকে আসার ফুটপাতে এভাবেই যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে হাসপাতালে রোগীদের চিকিৎসায় ব্যবহৃত চিকিৎসা সরঞ্জামের বর্জ্য।

মঙ্গলবার (২ জুলাই) গোলপাহাড়ের একটি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারের সামনে ফুটপাতে এসব বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়।

হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের এসব বর্জ্য জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। নিয়ম অনুযায়ী এসব বর্জ্য অটোক্লেভ মেশিন দ্বারা সম্পূর্ণ জীবাণুমুক্ত করে ধ্বংস করে ফেলতে হয়। কিন্তু হাসপাতালসমূহের আশে-পাশে ময়লার স্তূপসমূহে যত্রতত্র রোগীদের ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম সমূহছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে আর এই বৃষ্টির দিনে বৃষ্টির পানির সাথে মিশে বর্জ্যসমূহ থেকে পরিবেশেরও ক্ষতি হচ্ছে প্রতিনিয়ত।

এতে সবচেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে কোমলমতি শিশুরা। এই সকল শিশুদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় তাদের শরীরে অনায়াসে বাসা বাঁধছে রোগ-জীবাণু। এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের মনিটরিংয়ে যথেষ্ট উদাসীনতা রয়েছে।

চট্টগ্রাম শহরের গোল পাহাড় মোড় থেকে জিসি মোড়ের দিকে আসার ফুটপাতে চলাচলকারীদের জন্য মেডিকেল বর্জ্য একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে।

এদিকে বর্জ্যের এমন অব্যবস্থাপনায় ক্ষোভ জানিয়েছেন পথচারীরা। তারা বলেন,চলার পথে এসব বর্জ্যে থাকা ধারালো বস্তুতে অসাবধানতা ঘটতে পারে দূর্ঘটনা। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না হওয়ায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সংশ্লিষ্টদের উদাসীনতা দায়ী করছেন পথচারীরা।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email