জ-ল্লা-দ শাহজাহানের মৃ-ত্যু: যা বললেন অভিনেতা ফারুক

জল্লাদ শাহজাহান’কে নিয়ে স্মৃতি চারণ করলেন অভিনেতা ফারুক আহমেদ। জল্লাদ শাহজাহানের মৃত্যুর সংবাদ শুনে অভিনেতা ফারুক তার সামাজিক যোগাযোগ মাধ্যম একাউন্টে জল্লাদ শাহজাহানের সাথে তার পরিচয় এবং আলাপচারিতা তুলে ধরেন। দৈনিক বায়েজিদ’র পাঠকদের জন্য অভিনেতা ফারুকের লেখাটি হুবুহু তুলে ধরা হলো-

জল্লাদ শাহজাহান ভূঁইয়া।
এবছর বই মেলায় কিংবদন্তী পাবলিকেশন’স থেকে তার লেখা একটা বই প্রকাশ হয়েছিল। বইটির নাম “কেমন ছিলো জল্লাদ জীবন”। মেলার কিংবদন্তী প্রকাশনীতে আমার লেখাও একটি বই ছিলো। বই মেলার প্রায় ১৫ দিন আমি কিংবদন্তী স্টলে বসেছি। জল্লাদ শাজাহানের সাথে আমার কিংবদন্তীর স্টলেই পরিচয়। তার দীর্ঘ জেল জীবন, জল্লাদ হওয়ার গল্প,ফাঁসি দেওয়ার সময় তার মনের অবস্হা, ফাঁসির সময় আসামীর ক্রিয়া এসব বিষয় তার কাছে জানতে চেয়েছি। সে খোলামেলা ভাবে আমার কথার উত্তর দিয়েছে। এক দিন আমি তাকে জিজ্ঞেস করলাম, মুক্ত জীবন কেমন লাগছে? সে মাথা নিচু করে বললো, ভালো না। আমার কেউ নাই। কিচ্ছু নাই। ভালো লাগে না। আমি বোকার মত তার দিকে তাকিয়ে রইলাম। আহারে জীবন! জীবনের ৪০ বছরেরও বেশি সময় জেলের চার দেয়ালের ভিতর কাটিয়ে মুক্ত জীবন পেয়েও বলে ভালো লাগেনা! আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, কি করলে আপনার ভালো লাগবে? সে সাথে সাথে উত্তর দিলো, মরে গেলে।
জল্লাদ শাজাহান আজ দুপুরে মরে গেছে। তার চাওয়া পূরণ হয়েছে। ওপারে ভালো থাকবেন জল্লাদ শাজাহান।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email