নুরুল আবছার নূরী: চট্টগ্রামের ফটিকছড়িতে বাঁশ কাটতে গিয়ে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে এক শ্রমিকের মৃ*ত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন।
শনিবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর এলাকার গোমোস্তার বাড়িতে ঘটনা ঘটে।
নি*হ*ত ওই শ্রমিকের নাম মো. কমির (২৭)৷ তিনি পাশ্ববর্তী হারুয়ালছড়ি ইউনিয়নের সুজানগর এলাকার শাহ আলমের ছেলের। আহত অন্যজনের নাম মো. শওকত। তারা কনস্ট্রাকশনের শ্রমিক বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সংরক্ষিত আসনের মহিলা সদস্য রাজিয়া সুলতানা। তিনি দৈনিক বায়েজিদকে বলেন, তারা দুজন মূলত ওই বাড়ির একটি বিল্ডিং এর কাজ করতেছিল। বিল্ডিং এর কাজের জন্য বাঁশ কাটতে যায় পুকুর পাড়ে। বাঁশ কাটার সময় পাশ দিয়ে যাওয়া একটি ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের তারে পড়ে। এসময় বাঁশের মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে শ্রমিক করিম পড়ে যায়। শওকত পুকুরে লাফ দেয়।
তিনি আরও বলেন, পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিস এসে করিমকে উদ্ধার করে। পাশে থাকা করিমের নানার বাড়ি স্বজনরা তাকে নিয়ে নাহিরহাটস্থ উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃ*ত ঘোষণা করে। এদিকে শওকত নামের আর একজন সামান্য আহত হয়েছেন।
ফটিকছড়ি ফায়ার স্টেশনের লিডার ডলার ত্রিপুরা দৈনিক বায়েজিদকে বলেন, ‘খবর পেয়ে আমাদের একটি টিম বাঁশতলার থেকে করিম নামের এক যুবককে উদ্ধার করে। পরে তার স্বজনরা আমাদের টিম থেকে তাকে নিয়ে হাসপাতালে চলে যাই।