আব্দুল্লাহ আল সায়েফ: চট্টগ্রামের হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার একটি গোডাউন থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ জুন) বিকাল ৩ টায় বসুন্ধরা আবাসিকের ৩ নম্বর সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত ব্যবসায়ীর নাম আবু মোতালেব। তিনি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা বাসিন্দা। তিনি হালিশর জাহানারা ম্যানশনের বাসিন্দা ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন হালিশহর থানার এসআই মোঃ সাইফুল ইসলাম।
তিনি জানান, বেলা ৩ টার দিকে লাশটি দেখতে পায় স্হানীয়রা।পরে আমরা খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।
সংবাদটির পাঠক সংখ্যা : 120