লংগদুতে কলেজ ছা`ত্রীর গলায় ফাঁ`স

লংগদু প্রতিনিধি: রাঙামাটির লংগদু উপজেলার লংগদু ইউনিয়ন এক কলেজছাত্রী গলায় ফাঁস আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। তার নাম জেসমিন আক্তার (১৯)। সে বাইট্টাপাড়া তিনটিলা এলাকার জাহাঙ্গীর আলম জাবেদের মেয়ে এবং লংগদু সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।

মঙ্গলবার (৪ জুন) সকালে পরিবারের সদস্যরা কলেজছাত্রীকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মঙ্গলবার (৪ জুন) সকালে নিজ বসতঘরে পরিবারের অজান্তে ঘরের দরজা জানালা বন্ধ করে গলায় ফাঁস দেয় জেসমিন। জেসমিনের মা বাহির থেকে ঘরে ফিরে প্রতিবেশীদের সহযোগিতায় ঘরের দরজা খুলতেই মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে জেসমিনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক।

এলাকাবাসীর ধারণা, প্রেমঘটিত কারণে এমন ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এদিকে, লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email