জ’রি’মানা খেল চট্টগ্রামের ‘কাচ্চি ভাই’

মোঃ উজ্জ্বলঃ চট্টগ্রামে “কাচ্চি ভাই” নামের একটি রেস্তোরাঁকে খাবারে নিষিদ্ধ সস এবং খাবারে ব্যবহার অনুপযোগী কেওড়া জল নামে মানব দেহের জন্য ক্ষতিকর বিষাক্ত কেমিক্যাল ব্যবহারের অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় রেস্টুরেন্টের ফ্রিজে সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে খাওয়ার পর অবশিষ্ট ভাত মেশানো খাসির মাংস।

মঙ্গলবার (৪ জুন) নগরীর ওয়াসা মোড়স্থ মুনতাসির টাওয়ার ২য় তলায় অবস্থিত “কাচ্চি ভাই” নামে রেস্টুরেন্টটিতে এই অভিযান পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ সময় রেস্টুরেন্টটিতে সংরক্ষিত খাবারে নিষিদ্ধ সস্ এবং খাবারে ব্যবহার অনুপযোগী বিষাক্ত কেওড়া জল ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান বলেন, এই প্রতিষ্ঠানটিকে আগে কয়েকবার সচেতন করেছি। প্রতিষ্ঠানটিতে নিরাপদ খাদ্য পরিবেশ নিশ্চিত করার জন্য নির্দেশিকার টাঙানোর কথা বলেছি। কিন্তু তা তারা মেনে চলেনি। রেষ্টুরেন্টটির খাবার পরিবেশনে ব্যবহার করা হতো নিষিদ্ধ সস্। খাবারে ব্যবহার অনুপযোগী বিষাক্ত কেওড়া জল ব্যবহার করে আসছে তারা।

এছাড়া রেষ্টুরেন্টের ফ্রিজে সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে ভাত মেশানো বাসি মুরগির মাংস। প্রতিষ্টানটিতে সংরক্ষণ করা নিষিদ্ধ সস আর বিষাক্ত কেওড়া জলের বোতলগুলো ধ্বংস করা হয়। এসমস্ত অপরাধে প্রতিষ্টানকে ১ লাখ টাকা জরিমানা করেছি এবং সতর্ক করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email