রাউজানে অ’বৈ’ধ অ’স্ত্র’সহ স’ন্ত্রা’সী গ্রে’ফ’তার

আকাশ দে: চট্টগ্রামের রাউজান উপজেলায় অবৈধ অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক ঐ সন্ত্রাসীর নাম মোঃ রাশেদ (৪০)।

রবিবার (২ জুন) দিবাগত রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের গর্জনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাশেদ উপজেলার হলদিয়া ইউনিয়নের চিন্নি বটতল এলাকার আবুল বশারের পুত্র।

পুলিশ জানায়,চেকপোস্ট পরিচালনাকালে রুস্তম শাহ মাজার গেইট এলাকায় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল যাওয়ার সময় পুলিশ সংকেত দেয়। মোটরসাইকেল না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সন্দেহ হয়। পুলিশ ধাওয়া করে তাকে ধরলে তার কাছ থেকে একটি অবৈধ দেশীয় তৈরি দুই নল বিশিষ্ট একটি দেশীয় অস্ত্র ও এক রাউন্ড কার্তুজ পাওয়ায় যায়।

পুলিশ অবৈধ অস্ত্র, কার্তুজ ও নাম্বারবিহীন মোটরসাইকেলটি জব্দ করে অস্ত্র আইনে মামলা  আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে জানিয়েছে পুলিশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email