আদালতের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন জুনু

এম হেলাল উদ্দিন নিরব: উচ্চ আদালতে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু।

গত ২৬ মে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে। বাতিলের পরেদিনেই প্রার্থী উচ্চ আদালতে আপিল করেন তিনি।

আদালত যাচাই-বাছাই সাপেক্ষে নির্বাচন কমিশনের রায় খারিজ করে আবু আহমেদ চৌধুরী জুনুর প্রার্থিতা বহাল রাখার পক্ষে রায় প্রদান করেন। উচ্চ আদালতের এই রায়ের ফলে প্রার্থীর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করতে আর কোনো বাধা থাকল না।

আগামী ২৯ মে তৃতীয় ভাগে অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন। সে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন তিনি। তার নির্বাচনি প্রতীক ঘোড়া।

এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহমেদ চৌধুরী জুনু দৈনিক বায়েজিদ’কে বলেন, সুষ্ঠু ,নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে এই রায় একটি যুগান্তকারী পদক্ষেপ। আইনের প্রতি পূর্ণ আস্থা রেখে এবং আচরণবিধি মেনে আমি নির্বাচনে অংশগ্রহণ করব এবং ব্যালটের মাধ্যমে জনগণের বিজয় সুনিশ্চিত করব।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email