আকাশ দে: চট্টগ্রামের রাউজানের কলেজ ছাত্র শিবলি সাদিক হৃদয় (১৯) হ’ত্যা মামলার দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
সোমবার (২৭ মে) ঐ দুই আসামির পক্ষে জামিন আবেদন করা হয়। তারা আগে থেকে কারাগারে ছিলেন। আসামিপক্ষ ও রাস্ট্রপক্ষের উপস্থিতিতে দীর্ঘ শুনানি শেষে চট্টগ্রাম সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে বিচারক আজিজ আহমেদ ভূঞা জামিন আবেদন নামঞ্জুর করেন।
জামিন না মেলা আসামিরা হলেন, মামলার আসামি অংথোয়াং চিং মারমা প্রকাশ অংথুইচিং মারমা প্রকাশ বাবু মারমা ও মংশী মারমা প্রকাশ ফুসিং মারমা প্রকাশ মংশে মারমা।
বিষয়টি নিশ্চিত করে জেলা পিপি এডভোকেট শেখ ইফতেখার সাইমুল গণমাধ্যমকে বলেন, ফৌজদারি মিছ মামলা নং- ১৪০৩/২৪ মূলে দুই আসামির পক্ষে জামিনের আবেদন করা হয়। লোমহর্ষক হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরে জামিনের তীব্র বিরোধিতা করা হয়। আদালত শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করেন।
সংবাদটির পাঠক সংখ্যা : 160