স্বপন দাশ, চট্টগ্রাম: চট্টগ্রামের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাক-ম্যাক্সিমা মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ ঘটনায় ম্যাক্সিমার চালক’সহ বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৬ মে) বিকাল সাড়ে পাঁচটায় নগরীর কর্নেল হাটে এঘটনা ঘটে। আহতের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ম্যাক্সিমার মালিক জনি জানান, দূর্ঘটনার খবর পেয়ে আহত চালককে তিনি হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে গেছেন। তিনি জানান, পুলিশ ট্রাক জব্দ করেছেন।
এদিকে প্রত্যক্ষদর্শীরা বলেন, দূর্ঘটনার পরপর উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।
সংবাদটির পাঠক সংখ্যা : 194