পটিয়ায় হিজরি নববর্ষ উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত

বৃহত্তর দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় হিজরি নববর্ষ উদযাপন উপলক্ষে এক জুরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ মে) শনিবার বিকালে হিজরি নববর্ষের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তরা বলেন মুসলিম হিসেবে আমরা হিজরী নববর্ষ উদযাপন গৌরবের দিনটি পালনের ঐতিহ্য আমাদের সংস্কৃতিতে ব্যাপকতা লাভ করেনি। সে ক্ষেত্রে আমরা জাতি হিসেবে ব্যর্থ। হিজরী নববর্ষ সর্ম্পকে আমরা সকলে অবগত না থাকা অত্যন্ত দু:খজনক। দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশে ইসলামী সংস্কৃতি সর্ম্পকে সকলকে অবগত এগিয়ে আসার আহবান জানান।

হিজরি নববর্ষ উদযাপন পরিষদের সভায় উপস্থিত ছিলেন,, হিজরি নববর্ষ উদযাপন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ আহমদ আলকাদেরী (মাঃজিঃআঃ),, মহাসচিব আলহাজ্ব মুহাম্মদ মোরশেদ হোসেন নিজামী,, প্রস্তুতিকমিটি র সচিব আলহাজ্ব মুহাম্মদ ইউসুফ জিলানী, সদস্য তৌহিদুল আলম ফারুকী। ফরিদুল আলম, জোবাইররুল হক, জমির উদ্দিন প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email