এম হেলাল উদ্দিন নিরব, চট্টগ্রাম
তরুণ উদ্যোক্তা মোঃ মনজুর আলম এবং বেলায়েত হোসেনের হাত ধরে ‘দাওয়ার আল মাদাম’ আরব আমিরাতে নিয়ে এল নতুন ধরনের সব ফার্নিচার।
গত ১৭ মে, রোজ শুক্রবার, আরব আমিরাত সারজা
চট্টগ্রাম চন্দনাইশের কৃতি সন্তান মোহাম্মদ মনজুর আলম ও সন্দীপের কৃতি সন্তান বেলায়েত হোসেন দাওয়ার আল মাদাম,নতুন ফানিচারের শোরুম উদ্বোধন হয়।
এর সময় উপস্থিত ছিলেন রশিদ মুহাইর সাইদ,
মোহাম্মদ আলকেতবী,আওয়াদ মোহাম্মদ ওবায়েদ বিন খানফের আলকিতবি,পারভেজ উল আলম, মোহাম্মদ হুমায়ুন, মোহাম্মদ সাজিদ বাংলাদেশি ও আরব আমিরা সহ প্রায় শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।
পরে উপস্থিত অতিথিদের নিয়ে কেক ও ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন দাওয়ার আল মাদাম ফার্নিচারের স্বত্বাধিকার মনজুর ও বেলায়েত। ক্রেতাদের কথা মাথায় রেখে গুনে ও মানে সেরা মজবুত টেকসই ফার্নিচার নিশ্চিত করতে নামীদামি কোম্পানির পাশাপাশি আমরা অন্যান্য দেশ থেকেও ফার্নিচার আমদানি করার পরিকল্পনা রয়েছে বলেও এক প্রতিক্রিয়ায় জানান বেলায়েত ।
মনজুর আলম বলেন, উদ্বোধন উপলক্ষে দাওয়ার আল মাদাম ফার্নিচারে বাংলাদেশিদের জন্য থাকছে আকর্ষণীয় মূল্যছাড়।